----+[[[[     চতুর্দশপদী    ]]]]+----

----<<||>>------<<<|||>>>-----<<||>>----


     প্রীতির বন্দর আহা | জীবন্ত যেখানে
জাহাজি খালাসি যথা | সত্য আনাগোনা
স্মৃতির কন্দর রাহা | ঘুমন্ত সেখানে
সুহাসী, সুভাষী কোথা | সত্য জানাশোনা
কলকল স্রোতোবহা | আজ স্রোতহীন
হারায়ে যৌবনকাল | বয়সী বেহাল !
সুখদুঃখভয় সহা | স্বরাজ বিহীন
    ক্ষয়ে, সুর লয় তাল | বিবশ মহাল ||

   যৌবনে ত্রস্ত উন্মন | উতলা কারণ
আনমনে সুসময় | শেষকালে ভয়
মৌ বনে ব্যস্ত স্বনন | জানিয়ো বারণ
রুদ্ধ হলে অবক্ষয় | ফল মিলে জয়
ধরো হে, স্বস্থ মনন | তমঃ  নিবারণ
     বরাবর বরাভয় | সহজ বিজয় ||

----<<||>>------<<<|||>>>-----<<||>>----