----<<||>>------<<<|||>>>-----<<||>>----
এখানে নদীর পাড়ে | শান্ত তীরভূমি |
বৈকালী বাতাস আসে | কাশবন ছেড়ে |
হাঁটাপথ ক্ষীণ এক | দেখেছো কি তুমি |
মাটির সুগন্ধ ভাসে | অনুভূতি নেড়ে |
কখনো এমন হয় | চেনা পথে ভুল |
এলোমেলো হাঁটাহাঁটি | ক্লান্তিহীন দিন |
মাছরাঙা পাখি ঠোঁটে | পুঁটিমাছ ফুল |
শালিক গোবর খুঁটে | গাংচিল রঙিন |
কাঁখের কলসি দোলা | বালিকা বধূর |
কাঁচা হলুদের ঘ্রাণে | নেচে উঠে প্রাণ |
মুরলী সুরেলা টানে | কে ডাকে মধুর |
উচাটন সেই বেলা | অস্থির আঘ্রাণ |
গোধূলি যাবার কালে | জলের নূপুর |
স্নিগ্ধ বাতাসের সাথে | মনোহরা বাঁকে |
গাঘেঁষা গাঁয়ের পথে | গৃহ ফেরা সুর |
সাদা বক কানি বক | ডাহুকের ডাকে |
জীবন বহতা নদী | বয়ে ক্ষয়ে যাবে |
একবার পারো যদি | নদীতীরে এসো |
নদী নাচে হৃদ কাছে | সুখ ছোঁয়া পাবে |
দেখে যেয়ো প্রাণভরে | মৃদু ভালবেসো |
----<<||>>------<<<|||>>>-----<<||>>----