======================
কাউকে না জানিয়ে, কোথায় কত ব্যথা!
অনুভবের তলানি বাকিবকেয়া খুচরাকথা-
এবার পরীক্ষাধীন হৃদয়, ক্ষণিক অবসরে
শয্যা তৈরি, মোটা কাঁচঘেরা শীতল ঘরে,
প্রায় অচেতন শরীরস্থ ব্যাধিজ্বালা,
বাইরের চেনা পৃথিবী! বেশ - অনেকদূরে
কেমন আছে প্রিয় ভাষা, শব্দ, বর্ণমালা!
ঘুম বুঝি, এইভাবে আসে? সুরেলা স্বরে!
বিনিদ্র রজনী অনেককাল কেটেছে
এমন করে, কখনো আসেনি ঘুম!
অবচেতনভাবে ধরা দেয়নি শান্তিময় চুম,
ভাবনা উঁকি দেয় ক্ষীণ চুপিসারে...
কত বেশি আর শিখতে বা লিখতে পারলে
কেমনতর কথামালা দিয়ে সাজালে!
কবিতা বলবে আপামর কথা -
আঁধার বিষাদ টুটে, ভাঙ্গবে প্রথা!
কেন এই ঘুম, এতো প্রগাঢ় গভীর !
ভুলিয়া পাঠকসমাজ, স্বজন পরিজনে
ঘুমঘুম চোখ টেনে অঙ্গবিহীন আলিঙ্গনে
ঘুমঘোর কেটে যায়, শেষ অবেলায়-
রাতের আকাশ চুপ, স্থির সব তারা
কক্ষপথে নক্ষত্রগতি হবে কবে দিশাহারা
মৃত্যুভয়হীন! মৃত্যুলোক অভিমুখী ছবি?
মৃত্যুকালে! আকাশ বাতাসে মৃদু ইশারা!
কবির মৃত্যু, নাকি মরে গিয়ে কবি?
অচেনাজীবন! লজ্জানত হারানো প্রভা,
নড়েচড়ে উঠবে কি কল্পলোকের আভা,
পাঠোদ্ধার হয়ে গেছে, জেনে গেছে হৃদয়!
আর যদি একটিও ঝরে না পড়ে তারা,
নীরবচারী! এইভাবে- নীরবেই যাবে মারা।।
------------------------------------------------