----<<||>>-----<<<|||>>>----<<||>>----

পাখিটি ক্লান্ত ছিলো দূরপথ উড়ে এসে,
    ডানাভাঙা ব্যথাতুর আহত হৃদয়
সাগরগামী ঝঞ্ঝাবাতে হাওয়ায় ভেসে
    উদাসীন দৃষ্টিপাতে নাবিক নির্দয়!

হারায়ে গেছে সখা অচেনা সবুজ দ্বীপে,
     দলছুট হয়ে গেছে প্রিয় সহচর!
  সুবাসিত বনবীথিকার মাতাল নীপে
    ধূসর চোখেমুখে বিষাদিত বাসর।

ভীতিকর ঝড় ঠেলে শক্তিধর তরঙ্গ;
নাবিক দিশাহারা, চোখে প্রিয় নিলয়!
পাখনা ঝাপটানো পাখির বিরহী অঙ্গ,
   কঠিন নিয়তি হায়! বিষম প্রলয়।

ধাবমান ঝটিকা থামে না ঝটিতি আর
     সরব পাখিটি হয় নীরব নিথর!
নাবিকের বাঁচিবার আশা ক্ষীণ অসার,
  সারেঙ খালাসী মরে হয়েছে পাথর!

প্রগাঢ় আঁধার ঘনায় মাঝ - দরিয়ায়
  অদৃশ্য মেরুপ্রভা মহাসাগর পাড়
অলখে ভোর হয় ঘোরলাগা মৃদু বায়
বালিতে মুখ গুঁজে, চোখ বুজে অসাড়।

একাকী নিঃসঙ্গ নাবিক, ডুবেছে জাহাজ
    শেষকথা হয়নি বলা পাখির সনে,
যা কিছু বলার বাকি রয়ে গেছে সলাজ
   পেলব পালক ছুঁয়ে, দেখে আনমনে।

----<<||>>------<<<|||>>>-----<<||>>----