----<<||>>-----<<<|||>>>----<<||>>----
[ চতুর্দশপদী ]
মনে পড়ে, বিরামবিহীন জলখেলা
বর্ষাগম কালে ছুঁয়ে দেখা বর্ষোপল
মেতেছিলাম আনন্দঘন সারা বেলা
উতল বৃষ্টিজল স্নিগ্ধ ভেজা করতল
কাছাকাছি প্রিয়জন, খেলা কানামাছি
শান্ত নদীতট অশান্ত ঢেউ দোলায়-
আজো বাঁচি; আনন্দে নাচি, বৃষ্টি যাচি!
স্মৃতির সমতট, প্রীতিকর ঝোলায়।
দূর অবেলায় ভাসাভাসা অবহেলা,
উদাস দিনরাত্রি যাপিত পরবাস
সাজে সাগরপরী, ঘনঘটা দুবেলা
পাহাড়ি মেঘের দেশে করি বসবাস।
মন মানে না, বারণীয় বরণডালা!
ফিরে পেতে চায়, সে পলিমাটি সুবাস।
----<<||>>-----<<<|||>>>----<<||>>----