----<<<<<<><||<>||><>>>>>>----
মুক্তি চাও! দ্রোহ ভুলে যাচনা প্রচেষ্টা
মুষড়ানো অযত্ন - অবহেলায় জোড়া,
মিলেনা প্রাপ্তি, মিটেনা পরিপূর্ণ তেষ্টা;
মন্দ মাৎসর্যে নাকাল, আঁধার মোড়া।
মিলিত হও বটে, যোগ্য সে যুটি লও
মুখাপেক্ষী ভাবনা বহুমুখী মিশ্রণ!
মুকুট চাও! ব্যর্থতা মূল ভুলে রও
মননে ও মনীষায় শুভ সংমিশ্রণ।
মুক্তসঙ্গ ধরো, মুগ্ধভাবে মিলেমিশে;
মুছে দাও বিয়োগান্তক বিরহজ্বালা!
মার্জিতবুদ্ধি ও রুচি মোক্ষম পিষে,
মোড়কে মুহ্যমান মদমত্ত উতলা।
মোহিত হও, মৌন নয়, বলিয়ো কথা
মোকাবিলা করো মোহ লোভাতুর মত্ত,
মোচন হবে তবে লৌকিকতা অযথা!
মোম হয়ে গলিত মৃতপ্রায় প্রমত্ত।
মেকুর, মূষিক রূপে মাথা কেন নত!
মেঘমেদুর হেলায় সুনীল আকাশ,
মৃদুল মীলন ভুলো, মুদা আঁখি যত
মধুর মিলন করো, মুগধ প্রকাশ।।
----<<<<<<><||<>||><>>>>>>----