|||||||||||||||||||[[[[[[[[]]]]]]]]]|||||||||||||||||||

নিশুতি নিঠুর হয়, নিকষ আঁধারে ভয়
আলো ছেঁড়া ক্ষয় জোনাকিপোকার পাখা
রাতজাগা কিছু পাখি কতশত কথা কয়
আড়মোড়া দেয় তমাল তরুর শাখা।

অসময় নাবালক সম অবুঝ আবেগ
মিথ্যাচারী নক্ষত্রাদি কিছু ঝরে পড়ে
নালায়েক আকাশ ছাড়ে মুক্তির ঝড়োমেঘ
বেসুরো বাঁশরি! বিরিখের পাতা নড়ে।

অসহায় চিলেকোঠা অবেলার লাজলজ্জা,
বেরসিক তমস! বোধে দোলে উতল !
খোঁড়া তেপায়া পঙ্গু তক্তপোষেই সাজসজ্জা
নিরাশা ধোঁয়াশা গভীরে খোঁজে নিতল।

তেঁদড় বাতাসে ভাসে যামিনী কামিনী বাস,
ঢোঁড়াসাপ হৃদয়, নির্বিষ হেঁটে যায়;
তকমাআঁটা তক্ষক ত্রাসে, দংশে সর্বনাশ!
বেহুঁশ ঢুস মারে ঘৃণ্য তেলাপোকায়।

আঁধারে এইভাবে ভদ্রবেশী কত তস্কর!
নিশি, রাত, অমা, আঁধার রূপকরূপ
বাধা ঠেলে বাঁধন খুলে সাধুবেশী লস্কর!
চেষ্টিত তেষ্টা নাশে, সাধ কাড়ে বিরূপ।

__==____==____==____==____==__