========= ♦♦♦♦ =========
প্রভু হে, প্রণিধি পাঠাও প্রজ্ঞ প্রশান্তকণ্ঠ
প্রমিত উচ্চারণে প্রশমিত করো প্রমাদ প্রমত্ত -
প্ররোচনা প্রবঞ্চনা প্রবল মন্দ,
প্রতারণা করে যত স্বার্থান্ধ,
প্রলোভিত প্রসক্তচিত্ত হোক অন্ধ;
প্রসারিয়া প্রীতি প্রীণন, নাশো উচ্চকণ্ঠ!
প্রতিযোগ, প্রতিঘাতহীন প্রভা প্রতিভা প্রদত্ত।
প্রভূত প্রয়াস প্রমুদিত প্রাপ্তি প্রসাদনা,
প্রশস্য প্রশ্রিত প্রমোদিত চিত্ত প্রশান্ত প্রযত -
প্রতিপ্রসব আর নয় প্রাক প্রতিবন্ধে,
প্রতিভাসিত প্রভাবিত হিত প্রবন্ধে,
প্রশস্ত হৃদয় প্রসন্ন নিহিত সনির্বন্ধে;
প্রবৃত্তি হোক প্রফুল্লিত প্রবাহী প্রণোদনা
প্রতিকূল প্রতিষ্টম্ভ প্রণীত হোক প্রজ্ঞা প্রতত।
========== ♠♠♠ ==========