========= ♦♦♦ ==========
পুঁজিপতি বিলাস বিকার রক্ত শ্রমে ঘামে,
আশ্রয়হীন তবুও আশ্রিত আশ্রমে আবাস
শ্রম না শ্রমিকের উৎসবদিন সলাজ!
পরিশ্রমীর ভেজা পোশাকের সমাজ
সাদা নীল আরক্ত কুঁড়ি ব্যবধানের ধামে
একদিন মে দিবস, ব্যবচ্ছিন্ন দীন লেবাস।
হিংস্র রক্তপাতে নিস্তেজ উত্তোলিত হাত,
বেনামী সবুজ শ্রমিকের অবুঝ দিনরাত;
ফুল আর পাখিদের সাথে আড়ি!
সুন্দর পৃথিবীজোড়া দৈন্যের কাঁড়ি
সংবাদের খণ্ডিত টুকরায় জোটেনা ভাত,
নন্দিত ধনপতি, নিন্দা সংবেদী দিনপাত।
উষ্ণ সূর্য,শীতল বায়ু, উজ্জ্বলতর আকাশ
তরুণী চাঁদ যুবতী জোছনা, কতো আলো
তেজী হৃদয়ে করো কর্মফল প্রসব,
নিদ্রালু বিশ্বে বিধ্বস্ত বিফল শৈশব
তোমাদের জীবন প্রলম্বিত কষ্টের প্রকাশ
আমরা সাদা হই, তোমরা ক্রমশই কালো।
আবাদি সকল স্বপ্ন মাড়িয়ে করি মৃতপ্রায়,
তোমাদের সাহসী গর্বচূর্ণ হিমায়িত শিখর!
দুঃখবোধ ঝেড়েই ফেলো স্বেদফোঁটা,
বিষাদ তোড়ে আর কতো মাথাকোটা!
আমরা স্বার্থান্ধ হই, ভুলি বোধ অভিপ্রায়;
সত্যি আমরা নির্বোধ, তোমরা দীপ্ত প্রখর।
===========♦♦♦==========