|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

অবলুপ্ত বুদ্বুদ খুঁজে অবসন্ন ক্লান্তিবোধ
অবাক হয়েই আছি অবশী বোধের অবতলে
    অবক্ষেপ এভাবে চাই না অবসরযাপন
    অবসান হবে কবে অবভাস কাঁপন!
অবরোধ ভেঙ্গেচুরে জাগুক অববোধ,
অবলীলা অবক্ষয় পুড়ে অবাধ্য রোদেজলে

অবারিত জ্ঞানসমুদ্রে অবধৌত অবগাহন,
অবিশঙ্ক অবতরণ চাই, অবিরল অবলুণ্ঠন
    অবহেলার অবেলায় বাড়ুক অবধান,
    অবনীতল অবগত হোক মম অবদান
অবচিত হৃদয়ের অবচেতনা ভুলিব দাহন,
অবসিত ভাবনার অবজ্ঞা খুলিব অবগুণ্ঠন।

অবলিপ্ত হবো এবার, অবিচ্ছিন্ন অবলোকন
    অবান্তর অবান্ধব অবলম্বন অবমোচন
       অবস্তুর টান অবাস্তব ছুটা অবসাদ!
         অবিচার আর নয় অবুঝ অবাধ;
             অব্যবস্থ অবীর অব্যবসায়,
              অব্যয় অধীর অধ্যবসায়।
~~~~~~~~~~~~~~~~~~~~~
==========================