=========♦♦=========

নগরের অলিগলি শেষে, রাজপথ চষে,
বাজিকর বহুরূপী অজ পাড়াগাঁয় এসে
খোলামাঠ, বটতলা শান্ত নদীতীর ঘেঁষে;
বাজারের ভিড় ঠেলে বয়সী খেয়াঘাট
পুরাতন কাঠেরপুল ভাঙ্গা সাঁকোর বাঁশ
শান্তির আবাসে প্রগতি, অশান্তির বাতাস
আম্রকানন ছায়াতলেও ধূম্রজাল ঘিরে!

সরল শিশুদের মুখ, কিশোরীর নির্ভয়া সুখ;
করাল গ্রাসিত ছোবল, সবুজের হাতবদল
ভাইয়ের সম্প্রীতির খুনি, উল্লাস করে ওরা
কেড়ে বাস্তুভিটা সম্পত্তি, করে সর্বহারা!
খঞ্জর ধরা পাপী, রক্তমাখা কব্জি প্রদর্শন
সুবোধ নিরীহরে কাঁদায়, ভিটেয় ঘুঘু চরায়
বিষমন্ত নিঠুর ছাপ মারে, চাপিয়ে অসুখ!
নবরূপী দুষ্ট বাজিকরের আগ্রাসী করতল।

সমাজসংস্কার হবে এবার! স্লোগানসর্বস্ব গান!
সংসারীর সংসারযাত্রা, নিঃস্ব এক লহমায়
প্রীতির বাঁধন বোধের, মায়া মমতার পরিবার
কারা ওরা? কোন ছলে করে দেয় ছারখার!
সহাস্যে মনোবলহরণ, অট্টহাস্য উচ্চারণ
ভগ্নমনোরথে বাড়ন্ত চিন্তা, ভয়ভীতি প্রদর্শন
সুশিক্ষা চাই শুধু, দূর ছাই  স্বাক্ষর অভিযান
বাজিকর ভেল্কি নয়, আলোকিত কিছু সহায়।।
==========<><><>============