আলো আঁধারির আবছায়া কিছু রাত,
সময়ের শরীর জুড়ে বেড়ে যায় শরম
নির্জন পথেরে টেনে, করে দেয় অরণ্যচর...
ভয় ফুঁড়ে বাড়ে ক্ষয়, নৈসর্গ কথা কয়
আদর মমতা ছাড়িয়ে প্রাপ্তি পরম
জড়তার জঠর ছিঁড়ে তৃপ্তির জয়......
অলখে মহুয়া ঘ্রাণ বাড়িয়ে রাখে হাত।
হেঁটে যায় বিরক্তি, নিশাচর গন্ধগোকুল,
কখন যে উদাসী মন পৌঁছে যায় ঝর্না তলে
শান্ত দূরের নদীও সাজায়, মুখরা আয়োজন...
শুকনো পাতা নড়ে, কিছু উড়ে মৃদু কেঁপে
নিশুতি সেও মনেমনে বুঝে যায় প্রয়োজন!
বিলম্বে আসে ভোর, মধুমাখা পাখায় চেপে
ডেকে উঠে ভুল করে বিরহী কোকিল....
হাঁটাহাঁটি এইভাবে, বোবা হওয়া অভিলাষে
বাতাস আঁচড় কাটে হৃদয়ের আঁচলে
নিভৃতচারী আশা বাঁচে, বনজোছনার সুবাসে
অনুক্ষণ সুশোভনা, সুহাসিনী দোলাচলে
চলে সাথে দরদীয়া, পরশমাখা সাথী!
সাহস বাড়ে মনে, স্নিগ্ধ আবেশমাখা;
কেউ যেন কানেকানে বলে, বেশি ভালবাসে।
গহীন বিটপী আঙ্গিনা, পূর্নিমা প্লাবনে ভাসে;
নতুন ভোর আসে কোমল আলো নিয়ে
চোখেমুখে উদ্ভাস আরো বিমূর্ত হয়........
কিছু ক্ষণ আঁধারে , মধুর কথা হয়
অনুভবে উতলা জোয়ার, বিষাদ ভাসিয়ে।