চাঁদের সাথে রাত, জেগেছ কেউ!
সারানিশি মুখোমুখি, বলেই দেখো কথা,
  আনমনা ঐ নদীর বানে যুবতী ঢেউ
সেও চাঁদেরই টান, গভীর গোপন ব্যথা।

     রাতের সাথে অনেক কথা গান,
বলতে চেয়েই আকুল হয়ে সুন্দরী হয়!
    বলতে পেরেই ভুলে অভিমান,
আঁধার শরীর ব্যাকুল করে জোছনাময়।

    কলঙ্ক ভয় মানি না, বেশি জানাশোনা,
আপন ভেবেই অঙ্গে  মাখি প্রীতি উপহার
      রূপবতীর দাগে, দৃষ্টি রাখি উন্মনা;
রুপালী ঐ রূপসী, প্রাণাধিক সে মুগ্ধতার।

     জেগেই থাকি বেশ মধুর অপেক্ষায়,
সেও খুব ডাকে কাছে, দ্বিগুণ আদর করে
   আবেগে ইশারা দেয় সুখের প্রতীক্ষায়,
চতুর্গুণ তৃপ্তি মেটায়, প্রভায় সুধায় ঝরে।

     নোংরা কিছুই, নিজের রাখিনি আর,
ভালমন্দ আমার,সবটুকুই  দিয়েছি তাকে
   ফেরত পেলেই তবে ঘুমাবো আবার,
চাঁদ যদি এসেই পড়ে, কোমল সুরে ডাকে!

==========♥♥==========