...... বলবো গোপন ব্যথা, ভেবেছি বহুবার
কতবার শত চেষ্টায় হেরে গেছি বারবার,
আলজিভ পেরিয়ে আসেনি চাপা কষ্টবোধ
জিহ্বাগ্র, কণ্ঠনালী আর কবে হবে সুবোধ।
মনস্থির করতেই পারিনি বলবো কাহারে?
জীবন্মৃত জীবদ্দশা জীবনোপায় আহারে!
অনুভবে তিলেতিলে ভেতরটা পুড়ে যায়
জীবন্মুক্তি সাজ চাই, জুটবে কি অবেলায়!
পিপাসায় কাতর হৃদয়, তৃষ্ণা মেটে না
তবুও বিলাইতে চাই বিন্দুসম জলকণা,
জিহ্বামূল শুকিয়ে কাঠ, বুক ফেটে যাক
আবেশে কেউ তবে আরো সুখে থাক।
জীবিতাশা কতরূপে অবসান অবশেষ!
জীবনস্মৃতি গাঁথিতে দাও, ওগো জীবিতেশ
জীবনচরিত আরেকটু বিকশিত করে যাই,
অনূর্বর জমিজমা ভরা সুফলা শস্যখেত চাই।
জারুলের ফুল, রসের জামরুল, জায়ফল
জাফরান সুবাসে জারিত তৃপ্তির শুদ্ধ জল;
ক্ষুদ্র জলটুঙি সাজাবো জামদানি জলসায়,
জলসত্র হবো এক, নির্মোহ ভোগ লালসায়।
==========♠♠==========
[ জলসত্র / জলছত্র = বিনামূল্যে জল আহরণের স্থান ]