----------====♠♠=====---------
দিয়ে যাও নব দীপ্ত মনোবল
আগুনবরণ দিনে চেতনায় সাধনা
সুখেদুঃখে ঝরে যাওয়া সখের কমল
শিলালিপি হয়ে থাকা গুপ্ত মনোবেদনা।
ফিরিয়ে দাও ভবে খুশি ঝলমল,
আশাজাগানিয়া নবরাগ সুর সুমধুর
সুদূরপ্রসারী জ্ঞানময় সত্য সহজসরল,
অনায়াসলব্ধ তৃষ্ণার অভিমুখ অনতিদূর।
নিয়ে নাও হতাশা মোড়া দিন,
ব্যথাহত নিঠুর নিদাঘ তপ্ত দহন
দুঃখ জাগানিয়া স্মৃতিকথা অমলিন,
আঁধার ঘেরা পথ মরুসাইমুম অবগাহন।
মিইয়ে দাও ম্লান স্মৃতির চূর্ণ,
স্থায়ী অসুখে জর্জর অস্থিরচিত্ত
পাপপঙ্কিল অনাচার ঘৃণা হিংসাপূর্ণ,
ভুবনেশ্বর হে, পুনর্জন্ম দাও সমান বিত্ত।
কাড়াকাড়ি লোভতুর হানাহানি,
দানবীয় আচরণ ভরা হিংস্র প্রকৃতি
অনিষ্ঠ নিষিদ্ধ অন্যায় পাপিষ্ঠ কানাকানি,
বিধাতা হে,বিধান ভেঙ্গে,গড়ো মানুষ আকৃতি।
-----------=======♠♠=======-----------