========<><><>=========

বুড়ন দ্বীপে সখিনার মন খারাপ আজ
হাড়িয়াভাঙ্গা নদীর পাড়ে খেপা বাতাস
   বৈশাখ দিনের আকাশ ভাঙ্গা বাজ,
নীলডুমুর ঘাটে একাকী সে জীবন হতাশ

    আজও কি আসবে কালবৈশাখী!
এমন দিনেও স্মৃতির পটে ঝড় সর্বগ্রাসী
    অশনি জানান দেয় শঙ্খচিল পাখি
শঙ্কায় বুক কাঁপে এলো বুঝি ঐ সর্বনাশী!

      দুধের শিশু অনাহারক্লিষ্ট কাঁদে,
চিন্তাক্লিষ্ট বক্ষ শুকিয়ে শেষবিন্দু নিঃশেষ
     ভাতার গেছে মান্দারবাড়ি বাঁধে
হাঁড়িকুড়ি পড়ে আছে বাসি গন্ধ অবশেষ।

  লালপেড়ে সাদা শাড়ি রঙ কারুকাজ
কোথাও শহরচিত্র একদিন বাঙ্গালীর সাধ!
  গত ঝড়ে সর্বহারা একবস্ত্রে ঢাকা লাজ,
দূরবন নদী খাড়ি, মৌয়াল ফিরলেই আহ্লাদ।

   কেঁপে যায় গোলপাতা ছাওয়া ঘর
পানসি ভিড়বে কখন! প্রেম, কাম, আহার
   শনশন বাতাস প্রবল আরো তীব্রতর,
মাটির দেয়াল গলেই হয় আল্পনার বাহার।
==========<><>===========