আকাশ ওগো এবার ডাকো,
তোমার নীলে রাঙ্গিয়ে দাও যতন ভরে
ব্যথার ক্ষত সবার ঢাকো,
কষ্টগুলি ভুলিয়ে দাও একটু আদর করে।
ওগো নদী জোয়ার জাগাও,
ভাসিয়ে দুকূল উপচে পড়ো প্লাবন জলে
বিষের ভূমি যত ধুয়েমুছে যাও,
ভাঙ্গন খেলায় সহ্যশক্তি দাও মনোবলে।
পাহাড় তোমার স্থির অবয়ব,
ব্যাকুলতা যেথায় যত সত্য সরল পানে
ধৈর্যচ্যুতে দাও ধৈর্য অনুভব,
বোবামুখে মধুর ভাষা বলো কানেকানে।
সাগর রইবে বাকি কেন আর!
নোনাপানির ঘূর্ণি ঘোলা ঢেউ আরো দাও
প্রমত্ত হও তবে ভাসিয়ে অসার,
অবক্ষয়ের ঘৃণিত দ্বীপ ডুবিয়ে দিয়ে যাও।
ঝর্ণাধারা হে, আসো শ্বাপদ ভূমে;
শান্তি শীতল পরশমাখা সুখের ছোঁয়া নিয়ে
অসমতল বন্ধুর সবটুকু যাও চুমে,
আরো বেশি হাসিখুশি ধরণীতে যাও দিয়ে।
==========================