দুরন্ত সময় কাটে নিবিড় আদরে,
তারপর হামাগুড়ি অনন্ত পথ
বয়সী রোদেজলে ঘর্মাক্ত কলেবরে
মুড়ে রাখা দৃপ্ত শপথ
হৃদয় আবেশক কেন ভাবের চাদরে!
পুড়ে ছাই হয় দীপ্তিময় মত।
আমি আর আমিত্বে সরব
ভেঙ্গে হয় খানখান সোনালী সোপান
অদৃশ্য অস্তিত্ব আবহ কলরব,
অলখে উদ্যত রয় খাপখোলা কৃপাণ
তবে কি, সত্যও মনোবল নীরব
কে ডাকে, কি কত! কেমন গোপন!
কালের গর্ভ অতল,
সীমারেখা ভুলে গিয়ে অন্য সীমানায়
কোলে তুলে পাষাণ উপল
নিত্য চাপা দেয়, সুন্দর অবলীলায়;
কেন ছল! ঝরিয়ে চোখেরজল,
মানবজন্ম কেন সমাপন অবহেলায়।
তারপর পথ শেষ
ফুরিয়ে যায় রসদ শেষবিন্দু জল
কত মুগ্ধময় প্রাণের আবেশ
খুঁড়িয়ে চলে থামে চির বিকল
কর্মময় কিছু যদি থাকে রেশ
স্মৃতিময় ধরাতলে প্রাপ্তিযোগ সুফল।
----------------------------------<><><><>