প্রমত্ত দোল প্রবল দোলে ঢেউ,
ত্রস্ত নাবিক দিশাহারা খুঁজে কিনারা
আছড়ে প্রবাল, প্রলয় দেখে কেউ!
ব্যস্ত সারেং,যাত্রী অধীর পাগলপারা।
মাঝদরিয়া অথৈ অতল তার,
শঙ্কা জাগে আকাঙ্ক্ষাময় ঘূর্ণি ঘোর
শান্ত শীতলে অশান্তি জোরদার,
আশার ভেলায় ছিন্নভিন্ন মনের জোর
ডাঙ্গা কোথায় আর কতদূর!
দিকে দিকে আকাশ থাকে শুধুই নুয়ে
রাঙ্গা ভোরের কলতান সুদূর,
ফিকে হয়ে স্মৃতি, শিলা নুড়ি যায় ধুয়ে।
জীবন ওরে সোনার রঙে রাঙা,
কুসুমিত তিলক পরা হাজার সুখে ভরা
অলখে সাজাও কারে অঙ্গে নাঙ্গা!
ক্ষণকালে ঋণভারে জড়িয়ে দিয়ে ধরা।
ঝঞ্ঝা থেমে ঝাণ্ডা উড়ে সরব সুখে,
তবেই কি আর সব থেমে যায় অবশেষে
ভুলে যাওয়া করুণ বেদন চিহ্ন মুখে,
ফুটবে আবার ব্যথার হুল নতুনত্ব রেশে।
ভবসাগর পাড়ি, এমনি দিবে দাও;
চাওয়াচাওয়ি পাওয়াতে হিসাবে অমিল
চাইতে পারো চাও, দিয়েই তবে পাও;
শুদ্ধ খানিক ছোঁয়ায় অনুভবে ঝিলমিল।