<><>=================<><>
অবশেষে এক পাহাড় কিনেছি নদীর ধারে,
সবুজ সাজিয়েছি মনোলোভা সাজে
চাঁদ আসে রাতকথায় ডাক দেয় আমারে,
দিনভর নদীটিতে নূপুরধ্বনি বাজে।
অনেক যে বয়েছি ব্যথা বেদনার আঁখিজল,
কঠিনের সাথে কোমল সহবাস
এই বেলা উচ্ছল প্রাণে ছিঁড়েছি সব শেকল,
এইখানে পাখিরব ফুলদোলে বসবাস।
ঘুমঘোর গত বেলা অজ্ঞাত অবজ্ঞা খেলা,
এইক্ষণ মধুময় হেথা প্রীতিময় উপহার
নিশিজাগা সমাপিত ভোর হাসে সুখ মেলা,
নির্ভয়ে নির্ঘুম নির্ভার তৃপ্ত উপাহার।
আমি বেশ ভাল আছি পাহাড়ের কোলে,
রঙিন প্রজাপতি ঘাস ছোঁয়া দেখে
ধূসর অতীতের গায়ে সোনারোদ দোলে,
পদচিহ্ন দিয়ে যাও নিশাজল মেখে।
আমি কিন্তু জেগেই থাকি ঘুমাই না আর,
কথা বলি গাছ ফুল পাখির সনে
দিগন্ত নুয়ে থাকে ছুঁয়ে, ছোট্ট কুটির দ্বার,
আমার অতিথি হও তবে খুশিমনে।
পাহাড়ের মালিকানা দলিলে লিখিনি নাম,
অংশীদারিত্বে রেখেছি প্রিয়মুখ
চেয়ে থাকি পথের পানে প্রশান্তির এই ধাম,
কেউ যদি এসে দুদণ্ড বসে পাও সুখ।
==========================