<><>------------------<><>
কবিতা কেমন বস্তু, চিবিয়ে খায়?
শৈলী না কৌশলী! মাখে কি মাথায়?
পড়বো কেন? লিখবো কারণ আমি কবি
ডিজিটাল যুগের ভাষা! এঁকে যাবো ছবি।
সত্য না মিথ্যা, হায়! অকপট
বাহ্... বেশ! সুন্দর... বলি ঝটপট
কবিতার কথা তাতে কি রয় আরজ
আমার কি দায়! খুঁটিয়ে দেখার গরজ।
কাব্যময় বেদনা করুক ছটফট
কোথায় কত ব্যথা পাঁজরের মটমট!
বহুমাত্রিক ভাবনা যেন নির্গুণ ভেষজ
কবিতা লেখা পড়া জলবৎ সহজ!
এই তো যুগের হাওয়া! আহ্ চালচিত্র
মুখ বুজে কাঁদে কাব্য, শব্দ বর্ণ সব চরিত্র
কিসের নিয়মের জাল! রীতির নব হেতু
আমি সৌখিন কবি! গড়ি মনোমত সেতু!
অস্তিত্ব জানান দিয়ে আমন্ত্রণপূর্ণ দাবী
অপঠিত কাব্যকথায়, খুঁজি না সুখচাবি!
বেশ! বেশ সুন্দর, চলছে এই প্রাণের চর্চা
জমজমাট বাহবা তালের গঠিত মোর্চা।
রসকষ না-ই থাক, বিনয় বার্তা আহ্বান
গাণিতিক সংখ্যার আড়ে বাড়াই অবদান
সারগর্ভ জানিনা, এই কেমন সাধনা গচ্ছা
আমি শুধু কবি হই বড়, দিনেদিনে সাচ্চা !
<><>==================<><>