ধরো, একদিন সত্যিই নদী হয়ে গেলাম!
তারপর হঠাৎ জাগা অশান্ত ঢেউ
ভুলেই গেলে আমি যে চরাচরে ছিলাম!
ভাঙ্গনের কাল জানলো না কেউ।
কিছুদিন জোয়ারের মিথুন জলজ দুপুর,
অলখে চরের মিতা গোধূলি বেলা
ভাটির টানে অবগাহি সুরেলা জলনূপুর,
অনুভবে বেশ হবে সেই জলখেলা!
মীন জাতি আমারে শুধু চুমু দিয়ে যাক
সুখস্পর্শে আমি আনমনা রবো
সবুজ শ্যাওলার উষ্ণতায় ডুবিয়ে নাক
দেখিব কাজলচোখ ডাকে ইশারায়।
অবেলায় আনমনে কলসি ভরার ছলে,
কেঁদে কেঁদে কার প্রিয় আসে যায়!
পাপপুণ্যে ধোয়ামোছায় ঘট পূর্ণ জলে,
আমি নীরবই রবো, দেবো না সায়।
তারপর আরো দূরে তটরেখা ধরে ধীরে,
সীমাহীন ছাপিয়ে যাবো অতীত ভুলে
অনিমিখ উদার হবো উদাস উদাসী নীরে,
দেখিব আশায়, কত সুখ পাল তুলে।
কেউ না জানুক, ইচ্ছার এইরূপ বিবর্তন
তোমায় রেখেছি বলে আপন ভেবে
আমি যদি না-ই ফিরি শেষ করে আবর্তন
তুমি কি নদীটিকে গোপনে কাছে নেবে!
_____________________________