ত্রিশটি পাপড়ি ছিলো শুকনো মলিন,
খামে পুরে রাখা সেই স্মৃতিগুচ্ছ অমলিন
বাসুকি কামুকী প্রেম ভুলেছে বিগতদিন,
এক পা শেষকৃত্যে হারিয়ে গেছে সুর বীণ।
অদ্ভুত দুই চোখ ছিল দূরবীন সম,
নিখুঁত বর্ণনা মাখা আলোকিত প্রিয়তম
কথকতা মুখর প্রয়োগী প্রতিস্থাপন,
কত কথা অমোঘ প্রথার জীবন যাপন।
যবনিকা বলে যেদিন, শেষ দেখা
সেই যে ভেঙ্গেছে কলম থেমেছে লেখা
অপঠিত পত্র এক ছিলো খামবদ্ধ,
আড়ালে মুখবন্ধ লুকিয়ে রয়েছে আবদ্ধ
ত্রিশ বছর আগে ত্রিশতম বয়সে,
প্রেম আর প্রেমিক ছিলো সমান্তরাল রসে
বেলা শেষে শুধু হায়, ধুধু মরুঝড়!
কাটে না একেলা ক্ষণ, বুক জুড়ে ধড়ফড়।
ঝরে গেছে ফুল, পলাতকা মৌ বাস;
স্মৃতিতে প্রীতিময় পাপড়ির তৃপ্ত আভাস
চুপিচুপি তবে কেন আসে মন মাঝে!
যে যাবার চলেই গেছে বিরহ বিদুর সাজে।
আমিও চলে যাব, তাই বলে কি?
এত বেশি ডেকে যায়, প্রিয়তম অবনী!