বুকের ভেতর ক্ষরণ অধরা ভাসে,
যোজন  দূরে আমার ফিনকিতে রুধির
  শুধু জানি সুহাসিনী বৃষ্টি ভালবাসে,
সাগর পাড়ের শহর পানে হৃদয় অধীর!

   প্রবল তোড়ে আসুক ঝড়ের রাত্রি,
বাতাসে আমার গন্ধ ভাসুক ভাসাভাসা
    বজ্রাসনে আমি বিজলী পথযাত্রী,
বরাঙ্গনার টানে ছুটুক দুরন্ত সব দূরাশা।

   এখানে দ্রাক্ষাবনে গনগনে আগুন,
আমি আর সইতে নারি বিরহের অনল
   বর্ষাগম কত দেরি সবেমাত্র ফাগুন!
বনজ্যোৎস্না আর অশোকবনে দাবানল।

   বঁইচি পেকে গেছে জমা অভিমানে,
রাতজাগা চাঁদ লজ্জাশীল কার্নিশে ছাতে
      বেতস বনে বাতাস মুখর গানে,
দেখবো তব জানলা খোলা মায়াবী হাতে!

     অসময়ে ঝরে ঝরুক বর্ষোপল,
বর্ষাতি নাই ! তাহার আঁচল যাক নাড়িয়ে
   ঝরা বল্লরী বিছানো সজ্জিত বৃক্ষতল,
ইশারায় ডেকে নিলে তবেই যাবো মাড়িয়ে।

  ফিরোজা ও পান্না ভরা আমার ঝোলা,
প্রীতিময়  স্মৃতি দোলায় বাহুডোর বাড়িয়ে
    কালো শাড়িই পরো সাদা ফুল তোলা,
বসন্ত যায় হেলায় সখী, কত রবো দাঁড়িয়ে!
_____________________________