==[[[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]]]==

জলের গায়ে ছুঁড়েছি সোনার নূপুর,
ছলের কথা ভুলেছি কাটছে সঙ্গহীন !
    ঢেউয়ের ঘায়ে আছড়ে পড়ে দুপুর,
রোদ পোহানো কুমীর স্বপ্নবিভোর দিন

     নথ ভেঙ্গেছি, হারিয়েছি নাকচাবি;
নোলক ছেড়েছি ঘোমটা খুলেই আছি
      মাদল শুনি দূর পাহাড়ে রঙ বৈসাবি,
আলতা মুছে দিয়েছি, খালি পায়েই নাচি

      কপালের টিপ খসে গেছে কবেই,
সাজের প্রলেপ সাঁঝের মায়া রই ভুলে
      কুচি ভাঁজের শাড়ি ছেড়ে তবেই!
কানের দুল কণ্ঠহার সব রেখেছি খুলে।

      প্রমোদ সাগর জোয়ার ভাটা আরো,
হৃদয় আমার বিছিয়েছি তপ্ত বালিতে
     কে এলো, কি গেলো কতটুকু কারো!
কাজলদানির বিষন্নতা শুকনো কালিতে।

   জোড়া বালা, চিকন চুড়ি তাও ছেড়েছি,
বাউল বেশের হাঙ্গর হৃদয়ে দেখেছি ছল
  পটলচেরা নীল ছেড়ে রক্তচক্ষু কেড়েছি,
মনোবলে পোশাক পরেছি জরিন আঁচল।

     একা বেশ, একা হাঁটি, একাকী নারী,
একে একে কতকিছু দিয়েছি ব্রত ছেড়ে
    মানুষ আমিও, দ্যাখো কত কি পারি;
একাকীত্ব বেলা, সেও নিতে চাও কেড়ে!
><><><><><><><><><><><><><><