___________________________

আমি তান্ত্রিক এক, তন্ত্রমন্ত্র সাধক
ইশারায় তালি বাজাই, লাগেনা বাদক!
দ্যাখো আমার দুর্গ কত শত কামরা,
তাক ভরা সাজানো দুষ্ট শয়তান চামড়া।

তেত্রিশ হাজার নয়শত তেত্রিশ বোতল,
রক্ত ভরা সব, ছিপি তাতে পিতল;
রুপা পাত্রে সজ্জিত যত বজ্জাত মৃতবৎ
নকল সাধু ভণ্ড কপট আত্মা যুগপৎ।

হলুদ কুঠুরিতে রাখা ঘৃণা রাগ দ্বেষ,
লালকুঠি অপমৃত্যুর পাপ হিংসা বিদ্বেষ
কিছু নীচ বিশ্বাসবোধ সন্দেহ অবিশ্বাস,
নীলকুঠি ভরা বিষ দ্রোহী অশুভ নিশ্বাস।

আমার তিন আঙ্গুলে ত্রিশ আত্মা হেলে
বলিরেখা আর চুলে নগ্ন পিশাচ খেলে,
চামড়ার ভাঁজে নীরব ঘাতক ফ্যাকাসে
ত্রিশূলধারী আর্তনাদে ধূসরিমা আকাশে।

অভিশাপ অবসাদে বেসুরো জীবন বীণ,
কোন পাপ নিঘৃণ আমায় করেছে বিলীন!
আমি তো মানুষই ছিলাম সফল ডাঙ্গার,
কীটজাত কেন তবে আজ জ্বলন্ত অঙ্গার!

আমার সংগ্রামী জীবনে ছিল বাঁচার ব্রত
অপমৃত্যু নামেই তোমরা রেখেছ জাগ্রত!
সোনালী কুঠুরি এক রেখেছি যত্নে জমা,
অহিংসক অহিংস্র হও তবেই পাবে ক্ষমা।
==========================