======================
সমুদ্রপাড়ে অবশেষে বেঁধেছি ঘর
দীর্ঘপথ পেরিয়ে থেমেছি হেথা যাযাবর
অক্লান্ত ঢেউ সব আসে পরপর,
দিনরাত কথা কয় হেসে সুখদুঃখ বরাবর
গতজন্ম প্রাণহীন এইক্ষণ দুর্বার
এক গোধূলি বেলা অল্প আলোয় দেখা
আত্মা জেনে গেছে মৃত্তিকা উর্বর,
তাই বুঝি রঙে রূপে স্মৃতিচিহ্ন লেখা।
বাড়ছে কিছু ঘর ছোট পরিবার,
পোয়াতির উজ্জ্বল মুখ সফলকাম গলা
জমবে এবার বেশ ভূমির কারবার,
আমার সঙ্গী আনমনা শুধু হয় উতলা।
ঘরের সামনে নাম দেই টানিয়ে
স্থায়ী ফলক নয় মনের মাধুর্য মিশিয়ে
সিম পাতার কষে কালি বানিয়ে,
পরম যত্নে টানাটানা অক্ষরমালা দিয়ে
উপরে খোলা আকাশ, সাগর কাছে
এসে পড়ো, থেকে যাও কিছুদিন পাশে
বসবে যদি শতরঞ্চি পাতা আছে,
নিবিড় দেখে যাও, সাগর কি ভালবাসে।
____________________________