======================
কানাই কহ কিংবা কৃষ্ণ, বাজুক বাঁশি
কামাই কষ্টে সুখের কিংশুক থাকুক রাশি
কৃষ্ণকূহর আঁধার কালো যাক ভাসি,
কাদম্বর কাটলেট কোথা, কম কম হাসি
কালনেমির লঙ্কাভাগ দুর্ভোগ আনে,
কালান্তক কালান্তর নয়! আয়ুকাল জানে
কালেকালে কুলাচার কত জাতিকুল,
কলিকালে কুলাঙ্গার কূট যত কীট কূল।
কুহক না কুহেলিকা, কৃত্রিম কৃশ কৃপাণ
কৃতিত্ব কাড়ে কারা কৃতান্ত কর্কশ কৃপণ,
কালো কিছু ভাবনা কৌশলী কূটজ কাঙ্ক্ষা
কৃষ্টি কীর্তি কৃশানু দহে কুসুম আকাঙ্ক্ষা।
কৃতিসাধ্য কথামালা কবিকৃতি হোক সুকৃতি
কৃতার্থ কৃতাভিষেক কর্মে মিলুক স্বীকৃতি,
কলমবাজ কৃতাত্মার কূটাভাস হোক কৃতি,
কমজোর কূটার্থ কীলক ভাঙ্গুক কৃতী।
কবি ও কবিতা ভুলে যাক কালাকাল,
কলমের কালো কালি হোক শুদ্ধ গালাগাল।
_____________<><>______________
________________________________