--===[[[|||♠|||]]]===--
কমল দিঘির ধারে পুরানো পড়শি বাড়ি
সেখানে অসুখহীন সুখেরা আনাড়ি
মাচানের বুকভরা একদল খুশি;
শিশির কণার সাথে কুমড়োর ফুল হাসে
পিপুলের পাতা নাচে মৃন্ময়ী বিভাসে
তারস্বর ভুলে যায় বিরহী বায়সী।
রোদ পোহানোর দিনে শীতল সহে পোতকী
সবুজবাগের সখি কদম কেতকী
নবণীতা শালিকের কথা কাটাকাটি;
বয়সী বিরিখে কেন জড়িয়েছে প্রেমময়
শরীরে ফুটেছে ফুল নীল শোভাময়
বনলতা ভরা সুখে সেথা পরিপাটি।।
--===[[[|||©|||]]]===--