<<<>=====∞✪∞=====<>>>


আসি আসি করে আর;আসেনা প্রেমের অলি
বাসি হয়ে যায় সব,বাসনা কুসুম কলি
অভিবাসী মনমুনি প্রান্তর চষেনা!
ভালোবাসি বলে বলে
       খুববেশি ডেকে ডেকে
বিরহী ডাহুক প্রাণ;দূরে যায় চলে
অবিনাশী হয়রানি অন্তর বসেনা!
ধ্যানী সাধু সাদাবক,চুপচাপ থাকে।

অজানার কোণেকোণে;অচেনার ঝুলকালি
রূপবান রূপবতী মরে যায় খালি  
এসময় অসময় ক্রমাগত শীতবায়ু!
পরিধির তলে তলে
        নিরবধি ঘোলা পাঁকে
সারস পালক আসে;জোয়ারিয়া জলে
অবগাহী শব হয় দূরাগত পীতআয়ু!
বেহুলার ভেলা ভাসে,ডাকাতিয়া বাঁকে।

---- ©©(আংশিক প্রকাশ)©©-----