..............................
পান্না দ্বীপের দেশে;হারিয়েছি এই মন
অদৃশ্য টানে তাই ছুটে গেছি বারবার
সূর্য চুম্বিত সৈকতে বিমোহিত ক্ষণ
গোপন প্রিয়ার কাছে!অপূর্ব পূর্ণিমারাত
ফিরেছি এইতো সেদিন
তবুও হৃদয় কাঁদে যেতে আবার
রূপেরঘটা দেখবো ভেবে পুলক জাগে
প্রেমিক মনে ঝলক লাগে
সাগর,পাহাড়,ফুল পাখিদের মাত
সরস সেথায় কাটবে সুদিন।
ওখানে সজ্জিত সব দারুণ আয়োজন
রুপোর থালা হয়ে চাঁদ উঠে গোল
মিহি সুরের নূপুর বাজা ঢেউ
নিমিষে মোহনিয়া 'কচল' দ্বীপের পার
জোছনা মাখা সাগর আঁচল ওই
ইশারাতে টানা চোখের ঠার
সাঁতার ভুলে জলচরেরা একটু থামে,
সুনীল জলে ভাসে সার্থকতার দোল
বারেবারে পরাণ আকুল তাই
ছুটে এসে রূপসীরে ভালোবেসে যাই।
...........................................
কালাপানি...................
___©___ জুন ২০০৯.