📌.........
ওইখানে থামেনি কোনোদিন কেউ
- থামতে ছিলো নাতো মানা!
অবারিত উড়ে গেছে যাপনের দিন
আকাশ হতে চেয়ে করেনি সাধন!
বেড়েছে বুকের শ্বাস;
পুড়েছে নাকের বাতাস,
অজানা উড়ালপথে ভেঙেছে ডানা
- গড়েনি হৃদয় ছুঁয়ে অক্ষত বাঁধন |
কাড়াকাড়ি শিখেছে সবখানে যারা
- লিখে দেয়া হয়নি যে কড়াকড়ি!
মনের খেয়ালে দেয়াল ভেঙে ভেঙে,
বাঁকে বাঁকে মরেছে আনন্দ খাদক!
পথ ছিলো পথে-পথে,
মতগুলো মৃতপ্রায় দ্বৈরথে!
এঁকেছে বেতাল যারা দ্বিধার সরণি
- পারেনি শপথ নিতে, অন্ধ সাধক |
আমিও ছিলাম বেশ, কোন এককোণে
- আমারও হয়নি ঠিক সত্য জানা!
সুবেশী আবেশে যতো আনাগোনা
অলস কেটেছে বসে বিলাসী বৈঠকে
অযথা বিবাদ ভেবে,
চেপে গেছি প্রতিবাদে!
আধবুঁজা চোখে চেয়ে অশেষের চেনা
- পরিণত হয়ে গেছি প্রতারক ঠকে |
আসল কথা ছিলো,এ'খানে থামা হবে
- সময় সমর্থ ছিলো মধুরিমা নামার!
আলাভোলা খুঁজে নিয়ে,আমারি মতো
প্রাণখোলা ভ্রমণে যাবে কালের বাহন!
গোরুখোঁজা হয়েছে বোধন,
মিলেনি সে শুদ্ধ শোধন!
শ্রমের ভ্রুকুটিতে,ভ্রমের বেদীতে চড়ে
- সেইতো শুরু আরামের পাদলেহন ||
_____________
© আগুন নদী © ২০২১
=============
Upmc-
Salvator Mundi International Hospital. ROMA, Lazio, ITALIA