তাড়াতে তাড়াতে শেষে;
আমাকে ছেড়ে দিলে -
বেড়ি ছাড়া কিছু নেড়িকুত্তার দলে!
    ভিড় ঠেলে ফিরে আসি যদি;
    এই কথা মনে রেখো ঠিক,
হবো না মানুষ আবার,হবোনা নদী!
     হায়েনা হতে পারি,
     বড়জোর কার্তিকের কুকুর!
তোমাদেরই লাভ হবে -
দলেভারি হতে আরো মনোবলে!
রক্তের স্রোত ধরে এগুতে হবে;
ভেবে দেখো নিদারুণ দিক -
কীভাবে পশুর মুখে জীবিত রবে?

দৌড়াতে দৌড়াতে এসে;
আমাকে ছুঁড়ে দিলে -
জোরাজুরি করে যেই অজর অনলে!
    আঁখি নীরে ভিজে গেলে বিভু;
    জেনে রাখো পুড়বে না মন,
দ্বিগুণ হুতাশন হবো,জল নয় কভু!
    ভাঙ্গা কুলো' ই হবো,
    ফেলনা ছাই কিবা,নাঙ্গা দুপুর!
বাড়লে হোমের আগুন -
বর্গ বেদী ঘিরে দেবো,মন্ত্র জলে!
অগ্নিহোত্র যজ্ঞ শেষের দিকে,
চিতা'য় চড়াবো অণু ক্ষণ -
দেখি কত পুড়ে,হতে পারো ফিকে?

ছড়াতে ছড়াতে রোষে;
আমাকে ছেড়ে গেলে -
হুড়োহুড়ি করে এক গহীন জঙ্গলে!
    পথহারা হইনি তো শেষে;
    মেনে নিতে পারবেনা জানি,
বোধিবৃক্ষ হইনি যে বোধিসত্ত্ব লাভে!
    সবুজ স্বপনের সারি;
    চিরল ছায়াপথে মায়াবী রথে,
আমাকে খুঁজলেই পাবে -
ভাবী যতো প্রয়োজনে মঙ্গলে!
ছুঁতে শুধু পারবেনা, নিবিড় হৃদয়!
উপেক্ষার ফের কানাকানি -
সুকঠিন হয়ে যাবো,গভীর নিদয় ||


__________
© আগুন নদী ©
। ঢাকা । ।২০২৩।
==========