♠......

এখানে কম্পিত হয়নি তাগুতি তখত,
পদপিষ্ট হয়েছে কেবল শহুরে রাজপথ!
   গ্রামের মেঠোপথ হাট ঘাট মাঠ,
   নিষ্ঠুর পদাঘাতে নিহত কমল!
বেঘোর তাপিত বন, যাপিত আবেশে
  ময়লা মলিন কিছু আহত রাতদিন!
অনুগত মিছিলের সাথী নামমাত্র বোড়ে
- বৃত্ত ভ্রমণের ক্ষণে ধামালি নৃত্য শেষে
নিয়মিত ফিরে গেছি নিজেদের ঘরে,
আটকে ছিলাম নাকি অজ'দের খোঁয়াড়ে |

কথা ছিলো; উত্তাপে দূর হবে বাধা,
দেখা হবে নিশানের গর্বিত বেদিমূলে
- রুখে দেবো অযথা শোণিতের ধারা!
উত্তাল দাবির মুখে শাণিত শপথ বুকে,
ক্ষমতার রাজাসনে সমতা সনদ মেনে
    কোথাও মাখবো না বর্বর কাদা!
হুতাশে হেঁটেছি বৃথা অনুতাপহীন  
- উড়িয়ে দিয়েছি যেনো কার্পাস সময়,
খাওন বাঁচন ছাড়া কিছুই রাখিনি মনে!
বাকি সময় বুঝি, ঠুসি বাঁধা ছিলো মুখে |

এখানে উর্বর ভূমে বিষণ্ণ নির্ভর চুম;
মানবজমিন জুড়ে ফোটেনি সুহাসি ফুল!
    কোথাও হৃদয় ছুঁয়ে হয়নি দেখা,
    রক্তের বিনিময়ে কিছু শর্তবিহীন!
হাতেগোনা টিকে ছিলো সম্পর্ক লেখা
বিশাল প্রেমের ধামে কৌশল বাজার!
নামের সুনামে যে মশাল জ্বালানো কথা
- অন্ধ মিতালির কবন্ধ প্রণামে বিলীন
  নিভু নিভু যতটুকু জেগে ছিলো আশা!
সেটুকুও নিভিয়েছে গোঁয়ারগোবিন্দ কুল ||
___________________
|||||||||..|||| © আগুন নদী © |||||||||||..||||
...........................................