🇧🇩 .....

তবে নিশ্চয়ই যাওনি ভুলে -
আমাদের ছিলো না কোনো নিশ্চিত ভুল!
মিছিলের বিকেল ফুরিয়ে গেলে,
কতোটা দীর্ঘ হতো ক্রমশঃ শীতল সন্ধ্যা
বারুদগন্ধী স্লোগান লিখে দিতে,
কতোবার ছিঁড়েছি আমরা গুপ্ত দাসখত!
নতজানু হয়েছি শুধু কলমের পায়ে,
আমাদের উত্থানেই আজ কবরীর ফুল!
শব্দতুলির সশব্দ আঁচড়ে -
ফালা-ফালা করেছি যে বৈরাগী তখত |

আরামকেদারার মখমলি ওম ঠেলে;
ফিরিয়ে দিয়েছি সকল প্রেমের চিঠি!
রুখে দিতে পারা সেই পলাশের দিনে,
আমরা গাঁথিনি বকুল,শিউলি সজল!
আমাদের দুয়ারেই মাথা ঠুকে মরেছে
- রক্তকরবীর বিষাদ ভক্তকুল!
সীমানা দেয়ালের ওইপারে ঝুরেছে;
রক্তচক্ষুর শক্ত সবল দিঠি,
নিষিদ্ধ সুবাসের গভীর আড়ালে -  
শানিত ভ্রুকুটিতে শুকিয়েছি রজনীগন্ধা |

আঁধার রাত্রির বাধার শরীর ছেনে;
জমিয়েছি যে বকসাদা সুশানের আলো,
এক করে দিতে কিছু কম্পিত হাত!
ঠিক ছিলো আমাদের নিশানা নিপুণ
- শেকল ভাঙা গানের রাঙা প্রকম্পন!
খুলেছি নিহত সুতোর আহত বুনন;
এই যে কোলাকুলি মিলিত মসনদ,
চারদিকে খুঁজে পাওয়া এতটুকু ভালো
- এইসব আমাদেরই প্রমত্ত দিনরাত,  
অধীর সূত্রপাতে সুধীর প্রণয়ের মালা |

ওখানেই শেষ নয় জেনো -
তাড়িত কালোমেঘ ভেসে থাকা অস্থির,
ঝুলে আছে ঝুলকালি চুমকি নকল!
উড়িয়ে দিতে হলে নিষিক্ত বাতাস,  
খোঁপা খুলে চলে আসো হেনাগন্ধী চুলে
- নূতন ঝাঁকবদ্ধ হে স্বপ্নসারথির দল!
গুড়িয়ে দিতে হবে বেসামাল চলাচল
বয়সী চিরশিশু আগুনের ফুলকলি,
আবার একত্রে মিলে পুরনো বেদিমূলে
-এখনো লেখার বাকি এ নীড়ের সুস্থির ||


------------------------------
© আগুন নদী © ________