✒️ ........
সময় যখন বৃথাই ক্ষয়ে যায়
- বাঁধন বিহীন নাচনকোঁদন বাড়ে;
সাধন পাহাড় ধ্বসে শোধন সাগর শুকোয়,
ভাবের বাগান ফুঁড়ে সাধের নদীর পাড়ে
শেয়ালমতি কূলে গন্ধগোকুল হনুমানে মিলে!
খেয়ালখুশির দস্যুপাল ঝাঁকবাঁধা ধামাল;
গাধা গোরুর পাঠশালাতে ঘোড়াশালা খুলে,
আঙুলচোষা পোষা লাঙুলে জাত গড়ে!
বশীকরণ নস্যি পেষা বিষ্যহুঁকো ফুকোয়
- লাল গুরুদের ঠোসা শিষ্য চ্যালা দুলে |
অসময়ে বন্যা বয়ে বন্য হাতি ভাসে
- হরিণ বনের ছায়ে অন্য গহীন হতে
বাঘ শাবকের কান্না ভেসে আসে;
হালুমকণ্ঠ অবগুণ্ঠে মিলায় বেমালুম,
দন্তবাহার হিংস্রনখর ভয়ালথাবা গায়েব!
কলাবাগান উজাড় শিখে শাখামৃগ দল;
সিংহ চিতা মোষ গয়ালের মৃতপুরী পাশে,
নেকড়ে এসে ডুকরে বসে থাকে
হায়েনারা মিছিল করে বাঁচার!
বাঘের মাসী ছাগের পিসি যুগের খাসি ভেড়া
একইসাথে একইভাবে একই স্বরে সুরে
- বায়নাধরা মিউ ডেকে ওঠে মিঁয়াও |
গানের পাখি যখন বন্দীশোভা খাঁচার
- মুখ লুকিয়ে ঘোমটা টানে আকাশ;
জলের মাছের শোকের কাজল পরে,
হিজল জারুল তমাল তরু কদম মরে!
বাতাস বিহীন শ্বাসের করুণ টানে;
হাঁড়িচাচার জান বাঁচানো গান ঝরে,
কোথায় মানুষ প্রাণ সবুজ সুবাস শব!
হৃদয়বাহী সহৃদয়ী 'নওরোজী' নিখোঁজ;
অবুঝ কুমির ডুবসাঁতারে ফানুশ নদীর বাঁকে
কোরাল চরের মরাল গ্রীবায় ঘুম ঝুরে!
ঊষর ভূমে ধুসরভ্রমে সাদাবকের পিঠ
- করালগ্রাসী দৃশ্যক্রমে ধারাল সর্বনাশ ||
.............................................
-=<>© আগুন নদী ©_______
_________ ® ২০১৪ ®=<>-