♦.....
সাদা কালো তামাটে মানুষদের সাথে;
শহর প্রদক্ষিণরত বর্ণিল সান্টা,
সভ্য আলো ঝলকানি রেখা ধরে এগোই,
তিন ভাঁজ করে রাখা সম্রাট নিরো'র স্মৃতি
নগর প্রদর্শনীর পরিবহন গিজগিজ করছে
একদল শিশুর সাথেই বসে পড়ি,
কয়েকজন পড়ুয়া কিশোরীর খোশগল্প,
সামনাসামনি অশীতিপর দম্পতি,
রোমান বর্ণমালার সাথে জানাশোনা কম
থামার সংকেত কিছুটা বুঝি,
সবকিছু ছাপিয়ে বিচিত্র দুরাশার আওয়াজ শুনছি ...
একজন ভারতীয় ভদ্রলোক গায়ের দিকে ঝুঁকে আসছে বারবার,
আরেকজন বাঙালিবাবু টেলিফোনে অকথ্য ভাষায় স্ত্রীর সাথে ঝগড়া করছে,
বেদুঈন কিনা ঠিক জানিনা!
আরবদেশীয় একজন কিছু একটা গেয়ে ওঠছে থেমে থেমে,
একজন আফ্রিকান বাসে বসেই দাঁত মাজছে,
একজন সভ্যদেশী ভবঘুরে বাসের দরজায় সিগারেট ফুঁকছে!
অসভ্য অভ্যাসের কুপথে এখনো কিছু বিপথযাত্রী....
সম্রাটের স্বদেশী একজন খুব উচ্চবাচ্য করছে,
গন্তব্যে নেমেও কিশোরীদের ধমকাচ্ছেন!
কিশোরী দল কম যায় না,
দৌড়ে নেমে গিয়ে তুমুল হাতাহাতি করছে,
স্পর্শকাতর বিষয় এড়িয়ে যাচ্ছি!
একজন যুবক যাকে চিহ্নিত করতে পারিনি,
বয়স্কা এক নারীকে আসন ছেড়ে দিয়ে দাঁড়িয়েই যাচ্ছে অনেকক্ষণ ...
শিশুদের সাথে নেমে যাওয়ায় তাকে আর শেষবার দেখিনি!
নিরো'র নগর প্রদক্ষিণরত ভিনদেশী নাগরিক,
আপাতত নামছি না আর উদভ্রান্ত পথিক!
আরো কয়েক চক্কর ঘুরে দেখবো পুরো নগরীর দেয়াল,
তারপর অন্য কোনো সীমানা মাড়ানোর গান গাওয়া হবে,
রঙিন আলোর খাঁজে পতঙ্গ ফসিলের সন্ধানে নেমেছি,
কিছু শ্যাওলা দেখার বাকি এখনো!
ময়লা রক্তের দোষে চিরস্থায়ী কিছু দাগ চিনতে এই পথবাওয়া..
দেশ জাতি ধর্ম বর্ণ কোনো শেষকথা নয়,
মানুষ হবার দৌড়ে কোথাও মাইলফলক ছুঁয়ে দেয়া বাকি!
আমি হতাশ নই নিরাশার কোনো কারণ নেই,
দাঁড়িয়ে যাওয়া যুবটিকে খুঁজছি এখনো!
দুঃখ পেলেই বুকপকেটে হাত রাখছি,
একভাঁজ খুলে পড়ে নিই সভ্যতার শেষচিঠি!
আর দুই ভাঁজ তুলে রাখি বিশ্ব নাগরিকদের জন্য ...
পৃথিবীর সব সীমান্ত অতিক্রম হয়ে গেলে,
সকল কাঁটাতার পেরিয়ে এই দুঃসহ গেরো কাটবেই একদিন ||
__________________
|||||||||..||| © আগুন নদী © |||||||||||..||||
উৎসর্গ : আসরের কাব্য সহযাত্রী Suman নিবেদিতপ্রাণ মানবিক গুণাবলি সম্পন্ন একজন মানুষ।