""""""""""""""""""""""""
: ::: ::: ::: ♠ ::: ::: ::: :
===============
অবশেষে সুদিন আসে
শতাব্দীর নিস্তব্ধতা;গ্রাসে সুবিমল
মোহর সময় ভাসে
অবিনাশী বহমান স্রোতে!
অপার স্নিগ্ধতায় জাগে সুশান্ত ঢেউ
বাড়ন্ত বিষাদী ক্ষতে;
একদিন ফোটে ওঠে প্রশান্ত কমল
কথার কথা ভেবে,বেখেয়াল কেউ!
কথার মূল্য দিয়ে
নিশ্চুপ থাকে যারা,শুদ্ধ নিভৃতচারী
মরোমরো হয়েও মরে না তারা
নীরবে শিখতে থাকে সত্য ব্রত!
বাকি সব চলে যায়,বুদ্ধু বিব্রতকারী
পথহারা দিশাহারা অভাজন যারা
শূন্য দুহাত নিয়ে
মরে গিয়ে নিশ্চিহ্নের মতো!
দাসখতে লেখা কলুষিত লাজ
চিহ্নিত অঙ্কিত কলঙ্ক আঁক
ভুলে ভরা দূষিত সে আওয়াজ
হাজারো বছরের প্রথা!
অশুদ্ধ মাতমে ধরা নষ্ট প্রলাপ!
জেগে ওঠা সময়ের ডাক -
মুছে যাক আহাজারি ব্যথা
সত্য সুন্দর চাই,সুষ্ঠু আলাপ।
================
:: ::: ::: ::: © ::: ::: ::: ::
================