=∞∞--==<<<✪✪>>>==--∞∞=


কনকচাঁপার বনের ভেতর সলমাজরির ছল
মানিকরতন খোঁজার,ইতর লোভে
       দলবেঁধে যায় খলবলিয়ে কারা!
কেওড়ামূলে আটকে থাকে,আঁধারিয়া ঢল।
গরান ফুলের মউ শুকোলে-
শৈলচুয়ানো হিমশীতলের আমূল দোলে
আধভেজানো হৃদয়দুয়ার খোলে!
    মুচকি হাসে তখন;দূরবিরহী সেতারা
আকাশতলীর শরীর,পোড়ায় তুমুল ক্ষোভে।  

অন্যরকম বাড়াবাড়ির হাহাকারে ভিন গতি  
ঘামতে থাকে আগুনগিরির নাভি
       নিজন সময় দৌড়ে পালায় আরো!
গোয়ার্তুমির স্বভাবমতি মানেনা নীতির নতি।
নামতে থাকে রাতকুয়াশা ভিড়ে-
রঙকানাদের বিজন খুশির জোয়ার বাড়ে
জমতে থাকা দহননেশার নীড়ে!
    খেয়ালবিহীন মরণ;হচ্ছে এমন কারো
বেভুলপ্রীতির নিবিড়তায়,ভাঙ্গে সোনার চাবি।

গুপ্তধনের সুপ্ত আশায় বিলোপসাধন দিল্!
পথহারা চোখ ঝাপসা দেখে শুধু;
      গগনচিলের আর্তনাদে কান ফাটে
অমিলপ্রেমীর স্বরখাদে হাজার মতের মিল!
ঘড়ায় ঘড়ায় মোহর কুড়োবার-
লুটায় স্বপন মগ্ন ধ্যানের; বিঘ্ন বাধার
প্রেমকাননের নগ্ন ঝাড়ুদার!
    শূন্যঘেরা পূন্যবিফল;দিন কাটে
বিষের বাটি হাতে নিয়ে,স্বাদের চাওয়া মধু।

=∞∞--==<<<©©>>>==--∞∞=