✒.....

শ্রুতির সাথে দ্রুতির অমিল কোথায়!
খ্যাতির পথে খাতিরনামা নিচ্ছি কিনে;
   মধুর মিলন কেচ্ছাতে থাক মাপা,
   স্তুতির তলে দিচ্ছি দ্যুতির চাপা
   -গড়ছি কিছু বিচ্যুতি স্বর কাঁপা!  
রীতিমতো ক্ষতের ভীতি শৈল্প প্রথায়;
যতি রতি মানবো না,অতি গতির দিনে
   নীতির মুলো খাক না চ্যুতির গরু,
    চওড়া দুয়ার করবো আরো সরু
    -আমার খুশি,লিখবো পদ্মতরু!

ধরবো আড়াআড়ি, করবো ছাড়াছাড়ি
জেল্লা জ্যোতি বাদেই, পেষাবো কলম!
   রসিক সুজন বশ মানাবো সঙিন,
     কানে তুলো,চোখে ঠুলি রঙিন
     যশ পেয়ে খুশ আধুলি আঙিন!
পিরিতির ইতরামি করবোই গড়াগড়ি  
বিরহ গীতির ঘা'তেই, মেশাবো মলম!
    ঘুরপথে ঘুরেফিরে থালা হাতে,
    তাল চিরে দূরপথে,কালা রাতে
    -সংস্কৃতি সোহবত তুলি জাতে!

নিরাশার ভাষা লিখি,চোখকান বুক কাটি
বিষাদের অবসাদে জড়াবো শিল্প নাড়ী!
     পাঠশালা দেউলিয়া খোলতাই;  
     পাকশালা বাদ দাও খোলা নাই
    -ঘোড়াশালা সবখানে চলো যাই!
  আস্বাদে পাত ভরি বিস্বাদে জিভ চাটি;
নিষাদের তীর মারি শব্দের লেজ নাড়ি!
   খাচ্ছে তো অনেকে নুনছাড়া রন্ধন;
   বেহুদা কোরোনা নিরামিষ ক্রন্দন
  - নীরবে পড়ে যাও খামিস বন্ধন!

==========
© আগুন নদী ©
'দখিন সাগর পাড়ে'
....... ২০২৩ ......