....................
রাত ছিঁড়ে গোলচাঁদ উঠেছে নিয়ম মেনে
প্রেমিক হৃদয়ে শুধু হাহাকার বান!
ঈশান আকাশ ফুঁড়ে মধুর আলোকছটা
প্রহারের মতো লাগে বুকে বেঁধা ধ্বনি
-একটানা গুনগুন বিষাদের স্বর।
নিসর্গ প্রেমের টানে;দূরের তারার আলো
ওরাও জাগছে দেখি আমারই সাথে!
সঙ্গীবিহীন ক্ষণে;হতাশার প্লাবন
আমি যেনো মরে যাই বেদনার নীলে!
আরো বেশি মিশে যাই আঁধারের দেহে।
পূবের জানালা জুড়ে,মূঢ়ভাব নীরবতা
জোছনার দিকে চেয়ে কাহারে খুঁজি!
নেই নেই অনুভবে;শোকবাহী আবছায়া
হাতের কাছের সাথী,ভাবনার শুভ পুঁজি
-প্রতিদিন দেখাদেখি সুখের বিষয়।
নয়নসুখের প্রীতি;মায়াবতী নেই আর
নিঠুর কুঠার দিয়ে শরীর নিয়েছে কেড়ে
সুশীলা শোভার রূপ কেটেছে পাষাণ!
শুনতে পারিনা ওই সকরুণ প্রশ্বাস
আমার রক্তের দামে ফিরে চাই কায়া।
লাশের সারির মতো স্বজাতির ভিড়ে
নিথর শুয়ে আছে উঠোনের কোলে!
অনেক স্মৃতির কথা;বলেছি তাহার কানে
জবাব দিয়েছে হেসে,সবুজ পাতার ঠোঁটে
-গড়তে বলেছে আরো সুকুমার ইতিহাস।
দোয়েল শালিক শিস;বুলবুলি গানে
ভালোবাসা যারে কয়,ঠিক সেইমতো
সাধারণ অতিপ্রেম বিশেষণে কিছু নয়!
আমার সময় সাথী;সবুজ ছাতিমগাছ
মানতে পারিনা তার,বিয়োগের গাঢ়ব্যথা।
...................©©................