📌 ....

বলি ও বিশ্বকবি বিদ্যাপতি সিদ্ধ ঠাকুর
এবং যারা চলে গেছো যমের বাড়ি!
তোমাদের সবার সাথে সাতজনমের আড়ি,
তোমরাই কী শেষ প্রবীণ বট পাকুড়!
ঝুরি ধরে ঝুলে আছি যারা আজো,
অল্প কিছু নাব্যসাগর,কাব্যদীঘি গব্যপুকুর,
গররাজি বা নিমরাজিতে শব্দবাজি
- শিষ্য সমল ভক্ত অরুণ বোধপাকা!
পুরনো সেই নিপুণ চুরির মতো;
ভাবছি দারুণ ভরছি ভীষণ গোলা,
তেলে ঝালে নরম বশের গরম চানাচুর!  
আর কেহ নেই,আর কিছু নেই কেনো?
নবদুয়ার খুলে আসুক নিত্যনতুন দোলা!  
দায় কিছু নয় পুরান প্রথার একার!
কাব্যরসের প্রকট হাঁড়ি ভেঙে,
মাথার মুকুট পেয়েই পরিষ্কার!
তোমরা আর কীইবা জানো কতটুকু?
-ভরতি হেথায় বিশ্বমানের পোঁদপাকা |

বিশ্বজোড়া দৃশ্যমান আজ তস্য নাড়ী;
অন্য কেহ লিখবে যদি ভিন্ন কিছু,
হামলেপড়া গোবদা শেয়াল ঝাঁপিয়ে পড়ি
-মোদের মতো উষ্ণবোয়াল কয়জনা!
নিঃস্ব সুরে ঝুরতে থাকুক কোবতাবাড়ি;
ফুর্তিমাখা গতরখাটা কবিতাবাজি,
বিষয়আশয় সাধ্যতেতো নিমের কণা!
হিমের চাদর পরে, পায়ে সোনার বালিশ
- আরাম করে পাঠকবাবু দিচ্ছে পাড়ি!
সদানন্দে উল্টোমাঠে সানন্দ যে গড়াগড়ি,
নাস্তি দিনের তালে কুস্তি পালোয়ান,
কোনটা রেখে কোনটা বলি,ঘণ্ট পড়ি!
চিমটি কাটা দলাদলির খেমটা পালিশ
- দেখতে যদি বাক্য শ্রীমান শব্দ তাধিন,
তিতপুঁটি সব কাতলা নদীর দাঁতিন কোরাল
চাঁড়ালসাগর সাঁতার কেটে পেত্নীতলায়!
জাতির পাঠে অংশগ্রহণ হবেই হবে;
খাঁড়ির পাড়ে মরলে,সত্য রুপোর ইলিশ |

সহমরণ ভালো হত প্রবীণ দলের সাথে;
কবি নামের সভ্যকামে'র পদক পুরষ্কার,
প্রেমের ফ্রেমে ছাড়িয়ে আরো বহুদূরে
- কাবিননামার দায়সারা সই ছলে,
তুলসীতলায় একইরকম সমান পটীয়সী!
পারবোনা ঠিক প্রাচীন অমন পাগলপারা;
তবে মোদের চেষ্টা চলে নকল ধকল,
জলছায়াতে তল, জাপ্টে পুরান বোতল
- মোরা'ই এখন রবির ছবি জাতির ভবি!
লেপ্টে থাকা তমাল তরু গাবদা গরু,
বিলাস ব্যাসন চারু ভাবনা শুধু সরু!
এমন সাধন দেখলে হাঁদা গতকবির দল
- কষ্টে সবার মরণ হতো দু'বার নিঘাত!  
শ্মশানপুরের অনেক দূরে ....
মিষ্টি ছায়ার কেষ্ট তলে বিষ্টু ফলে;
মোদের হতে রুয়ে দেয়া দিষ্টি কচুর বন!
পালিয়ে সেথায় যেতেই হতো
- দলে দলে দিতে গলায় দড়ি ||

________________
© আগুন নদী ©...........
=================