-=|||||||||||:::::::::★★:::::::::|||||||||=-


নাগরীর সুখগুলো;আর কতো পুড়ে ছাই
মিছিলের ভিড়ে মিশে হাত কচলানো
কাগুজে নিয়মেরা স্বভাবে মুচকি হাসে!
নাগরিক যন্ত্রণার আড়ষ্ট শরীর-
কাতরানো শেষ হলে,মুঠ করে ধরে রাখা!
অচেনা নীতির ধড়ে;ঘাড়েও গর্দানে
চেপে থাকা অলঙ্ঘ্য অঙ্গারের বোঝা!
সমাজরীতির নামে উল্লসিত মড়া হয়ে
দলবেঁধে উড়ে আসে;অশরীরী ভূতপ্রেত
-ছাড়াতে পারিনা,তাড়াতেও পারিনা!

গোষ্ঠীবদ্ধতায় বাঁধা অকর্মা শ্লোকে
চিরায়ত কোষ্ঠীপ্রদীপ পাঠ করে যাওয়া!
একগাল হেসে দিয়ে;তিনমাথা দুখ মেনে
স্লোগানের বুলিভরা কেষ্টবিষ্টু সাধ!
নীতিগত চিক্কুরে বলিহারি ঢেকুর তুলে;  
গলা ফাটাতে পারে আসলে কয়জন
-দুইএকজন কবি কিংবা কবিয়াল!
বাকিরা পরাজিত হনুমানের উত্তরসূরি?
ঝাপসা চোখ;কাঁপা হাত,মাপা কণ্ঠ
-ছেঁড়া উত্তরীয় পরা ম্যাড়ম্যাড়ে বিপ্লব!

আলো হয়ে শেষে মরে গেছে অনেকেই!
ছাড়ো এগিয়ে আসো;অন্তত একজন
এবার অপ্রতিরোধ্য দাবানল হবো।
অনিয়ন্ত্রিত বিস্তীর্ণ কুয়াশায় ঘেরা
-বিস্তৃত আচ্ছাদিত অঞ্চল খুঁজে খুঁজে
অথর্ব বোধের অনলে জল ঢেলে দিয়ে
ভুলিয়ে দিতে হবে বিকলাঙ্গ ঘটপুজা!
ভালো করে জ্বলে নেভার আগে;
আবার পড়ে নেবো 'কোহেন' 'ওয়েবার'
-তারপর লাগিয়ে দেবো তত্ত্বের মহীরুহ!

<<>======©======<>>