♥
এখানে ভাসেনা আর নৌকার সারি
মেঘমালা ভারী হলে তীরভূমি ঘেঁষে
পালতোলা পাল খোলা বিবিধ খুশি
গুণটানা মল্লার ভাটিয়ালি জারি |
দুলতো হৃদয় সাথে ফুলতো জলের লহরি
পললের ঘ্রাণে মেতে উজ্জীবিত কতো প্রাণ
বিভ্রমণে আকুলিয়া নাচিত প্রজাপতি
মেঘের কাছে ছায়ার মতো উড়িত বহরি |
জলবিষুবের কালে সাতঘাটের এক মেলা
মনে হয় এইতো সেদিন নিকট স্মৃতিপথ
বালকসুলভ চপলতার দুরন্ত সাঁতার
মধুর মধুর শ্লোকে বউপালানির খেলা |
আশার বীজে স্বপ্ন জমা চৈতালি বতর
আউশধানের গন্ধে আছিল গেরস্থালী সুখ
কোথায় সেসব সজীবতা বিমলতার ছবি
ধূসরিমা পথের তলে নিহাস নদীর গতর ||
♥ . ..........._______©