___________★★★
অমরত্ব নয় কখনোই -
নালায়েক বন্দনার ক্রান্তিকাল ছেড়ে;
যুগান্তরী প্রণয়ের উদভ্রান্ত নসীব ছিঁড়ে,
উদ্ভিন্নযৌবনা অরণ্যে বসে আছি!
- পৃষ্ঠার পর পৃষ্ঠা ওল্টাই,
গ্রহান্তরী বিস্ময়ে পড়ি নক্ষত্রের বই |
একপশলা শব্দবৃষ্টির স্নিগ্ধ প্রার্থনায়;
আভূমিনত করে রেখেছি হৃদয়,
আনত আরো কয়েকশত বছর বাঁচি!
মুগ্ধ শতাব্দী পেরিয়ে বিমুগ্ধ মহাকাল,
তারপর ধ্যানী হলে অবিরাম গুণে!
ধ্যানমগ্ন কবি এক ....
লিখে দেবো সুখদুঃখভয় হীন ত্রিতাল!
পৃথিবীর দ্বি খণ্ড ছবির অখণ্ড চিত্র এঁকে
- মৃত্যুর মানদণ্ডে রেখে তিনকাল,
মুখোমুখি দেখে নেবো লায়েক বিবেক |
সরল একপ্রস্ত প্রত্যাশাই মাত্র -
পবন গার্হস্থ্যের জীবন্ত জীবন ছেড়ে,
ভুবন মৃত্তিকার গন্ধে মিশে যাওয়া নয়!
বানপ্রস্থ নির্বাণ স্তোত্রপাঠ তুলে রাখি,
যতদিন লাগবে বরং লাগুক সময়!
যত্ন লালিত্য প্রত্ন ভাঁটির পাড়ে ....
একখণ্ড পোড়ামাটি ফলক-ই হবো!
আনন্দ নগরী নন্দন পল্লী খুঁড়ে
- বিনীত প্রেমিকের ফসিলের ভাঁজে,
অক্ষত টিকে থাকা ঝলকি মৃৎপাত্র ||
-=<>>||||©আগুন নদী©||||<<>=-