🔴
১৩/০৬/২০১৮ ইং প্রকাশিত -
'বেঁচে যাক ভালোবাসা' নামক কবিতায় যে আশঙ্কার কথা বলেছিলাম,তাই-ই ঘটতে শুরু হয়েছে! সামনে আরো দুইমাস ভারী বর্ষণ হবে, শঙ্কিত আমার হৃদয়।  
গতরাতে মরেছে ৪ শিশু সহ ৫ জন। আরো কতো -!

.       -- ভিন্নধারা ২ (১৯) --         . 
---==<><[[|||[[♣]]|||]]><>==---
..............................................


পাহাড়ের বুকে ওরা;ঘুমিয়ে পড়েছে রাতে
  শ্রাবণ ধারার জল গড়িয়েছে অবিরল
ছড়ার পানিতে ছড়ি ফুলে ওঠে বালিমাটি
ত্রাণের টিনের চালা পাহাড়ি শণের চালে
বাহারি সুরের তালে সেতো শুধু বৃষ্টি নয়!
ঘুমঘুম চোখে নামে জলঝরা শীতলতা
   বিপদের ঘনঘটা ভাঙনের ঝরা ঢেউ
রাতভর ভিজে যায় মাটির দেয়ালখানি

সকাল হবার আগে, শোকের মাতম মাতে-

নীচে ওই পাদদেশে;বাড়ন্ত ঢলের পানি
আরেক পাহাড়ে শুনি মরেছে জননী কেউ
বসতিতে শোকময় ভাইবোন পিতামাতা
-স্বাভাবিক মৃত্যু নয় অযাচিত পরাজয়!
চার ভাই একসাথে,হায় মরণের কালে
জননীর আহা সেকি বুকফাটা কান্নাকাটি
উপরের চূড়া ভেঙ্গে মাটিচাপা শিশু দল
আমাদের দায় নেই? বিধাতার দায় তাতে!

--🍃🍃🔘🔵◑🏐©🔘🔵◑🍃🍃--