°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
'বাঘের ঘরে ঘোগের বাসা'
পুরান এসব বিরানভূমির গল্প ঠাসা!
এখন সর্বনাশা রোগের সাথে রক্তকাশা
- সিংহগুলো সিংহভাগই সংক্রমণে!
হরিণ বনে করুণ গাধার বৃংহ নাচানাচি,
বিড়ালগুলো সব মরে গ্যাছে নাকি
- ওদেরকে তাই আজ মরা বিলাই বলি,
ঠিক বলা যায় ঠিক,বললে আবার ভয়!
ডাঙাকুকুর খুবলে খাবে রাঙা মনোবল,
পানাপুকুর পাতকুয়োয় চটুল নাঙ্গা বেঙ |
বৃষ্টি বিহীন মেঘ কলঙ্কভাগ দাগ;
ভ্রষ্ট রাজার দেশে ভ্রষ্টা রাণীর বেশে,
ফাঁকির তালে মেকি করছে আঁকাআকি
- দুষ্ট রাগের মুণ্ডপাতে ধৃষ্ট অনুরাগ,
নষ্টকথার ফুলঝুরিতে বিজয় কেষ্ট জয়!
সৃষ্ট পরিবেশের বেহাল গেরাম চষে;
দৃষ্টি দোষের শেয়াল,মাখছে বাঘের রঙ!
কৃষ্টি দেবীর দৃষ্টি বিহার চলছে দখল
- চলুক বলে মানছে কিছু দুধের মাছি,
ভেংচি বাজার হতে কিনছে সাজার ভয় |
ইঁদুরগুলোও কোথায় চলে গেলো;
চিনছে না আর ঘুঘুর ফাঁদের খাঁচা,
কাটাকুটি শব্দে ভাসে চাঁদবিনাশী রাত
সমান জব্দে দিনও হাসে অন্ধছুঁচো নাচা!
লুকিয়ে থাকা জরদ গোঁফের মরদ হুলো
- চাঁড়াল ক্ষুধায় গিলছে অরুণ বরুণ!
দৃশ্যপটের আড়াল থেকে করাল গ্রাসে,
তুলোর মতো চিবায় কেহ মরাল গ্রীবা!
মুলোর মতো দন্তবিকাশ সন্ত ত্রাসে;
বিঘ্ন পথে রুগ্নপ্রভা তীক্ষ্ণ বিষের আভা
- চিনতে দারুণ সাজ কষ্ট নিদারুণ;
চুলের মতো চিকন, কীসের জানি দাঁত ||
______________<>>=-
------©© আগুন নদী, জুন ২০২৪।