. --ভিন্নধারা ২(১০)-- .
----==<><[[|||[[♣]]|||]]><>==----
................................................
দূরে থাকি তাই বলে; ভেবোনা ভুলেই থাকি!
ইচ্ছের ডানায় মাখি কুসুম কোমল;
চাঁদের সুরভি দেখে হাসিমুখে রই
জোছনা পরশে লভি সুমতি সরল।
রোদের আদরে চাখি সহ্যের ধরণ;
মাটির মমতা মেখে সংযত নাজুক
জলের শীতল নিয়ে ধৈর্যের ধারণ;
বনের গহিনে হাঁটি ভাবতে বিজন।
মন নয় কিছু ক্ষণ; মাঝেমাঝে দেয় ফাঁকি!
প্রাণের স্বজন যতো ভাবছি নিজন;
অসীম সুখের শুধু তোমরা কারণ
আমার সকল কথা সুরেলা বাজুক
হৃদয় মিশিয়ে দিয়ে করেছি বরণ।
প্রেমের সুধায় তবে মুছুক গরল;
ত্যাগসুখে আমি আরো অবিচল হই
বিবিধ বিহিতে যেন অমল বিমল
মনে রাখি প্রাণে মাখি; চিত্রিত ছবিই আঁকি।
...............................................
--=©=<><[[|||[[©]]|||]]><>=©=--
:::::::::::::::::::::::::::::::::::::::::::