___________________
::::::.......|||||||||||♠||||||||||.......::::::
___________________
দূরদেশী মোহময়;মায়াঘোর জাগানিয়া
অকাতর প্রেমময় হাসিমুখে চাও
লোভাতুর মনোভবে লোভ কেড়ে নাও
মনমরা হৃদয়েতে;সুখে ভোর মরমিয়া
গোপনীয় দ্বেষ ভুলে প্রাণখোলা গাও
গোপন দুখের সাথে কথা বলে যাও
মমতার সমতায়;হয়ে ওঠো দরদিয়া।
এখানে বাতাস ভারি; বিষাদী দহন বায়ু!
নিষিদ্ধ আলাপ মোড়া বিষভাপে ভরা
নিষুপ্ত প্রলাপ জোড়া দাহ তাপে খরা
ওখানে আঁধার ঘন; নিষিক্ত সহন আয়ু!
জবুথবু বাঁচে কেউ বাকি সব মরা
থুবড়ানো মনোভাবে;দিশাহীন তরা!
দিকেদিকে ধুকে মরা আশাহীন পরমায়ু।
ভিনদেশে আর কতো;চুপিচুপি বিচরণ
এখানে ওখানে মেলো মনোহর দল
সবখানে গড়ে দাও দৃঢ় মনোবল
পরাধীন মতি সবে;তুলে নাও আবরণ!
ষড়রিপু নাশে করো বিহিত সবল
আলোহীনে আলো দাও,অমল ধবল
সহৃদয় বেশে করো সুশোভন আচরণ।
___________________
:::::.........||||||||||||©||||||||||........:::::
___________________