♣ ....
মোহের কলমে আগুন ফোটেনি আজো
- কালির আঁকে স্বাধীনতা শস্য ফুল;
বোধের আকাঙ্ক্ষা ছড়িয়ে দিতে,
ভাষাও বর্ণে সময়সন্ধির প্রণাম!
অমিয় সুরের প্রিয় সংগীতে,
কোথাও ছেড়েছ জ্যান্ত শব্দের বুদবুদ!
লিখতে পেরেছ নাকি রয়ে গেলো বাকি
- মোহমুক্তির মোক্ষ দ্রোহী প্রেমের নাম |
বাক্যর উচ্ছ্বাস কভু হাসাতে পেরেছে কী
- হাসির কারণবিভু কান্না বারণ শপথে;
পুড়েছ নাকি পোড়াতে পেরেছ কিছু,
নিযুক্ত নাকি যুক্ত করেছ সত্য ধরণ!
পোশাকি বাঁধনের শেকল মুক্ত হতে,
নগরে নন্দনে প্রান্তরে হেঁটেছ কবে!
আড়াল বন্ধনী ছিঁড়তে উঁচু নীচু
- তপ্ত মিছিলে মুখর স্লোগান কণ্ঠ ধারণ |
কখনো কী ঝলক হয়েছে মুরতি তোমার
- মানবতা প্রেরণার কোন আরতি ফলক;
কোমলতার পেলব পালক চিহ্ন হয়ে,
ছিন্নভিন্ন করেছ কী নিঠুর অমানবিক!
ধ্বংসলীলার অংশ থেকে নৃশংসতা রুখে,
তুমিও তোমার কাব্য স্বরূপ কথায়,
কিছু কী দিয়েছ বার্তা অরূপবাণী লিখে
- কেউ কী পেয়েছে দিক দিশার সঠিক ||
--<>== © আগুন নদী © ==<>--